Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
আছাদ নগর আবদুল মতিন খসরু কলেজ
বিস্তারিত

              আছাদ নগর আবদুল মতিন খসরু কলেজ।

 

সংক্ষিপ্ত বর্ণনা:

                কলেজটি ১৯৯৯ খ্রি: এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে বিশেষ করে মরহুম রেহান উদ্দিন মাষ্টার ভূঁইয়া, ৮নং মালাপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব মো: জাহাঙ্গীর আলম ভূঁইয়া, জনাব মো: সোলতানআহাম্মদ ভূঁইয়া, জনাব মো:সিরাজুল আজম ভূঁইয়া, জনাব মো: সফিকুর রহমান ভূঁইয়া, জনাব মো: গোলাম মোস্তফা ভূঁইয়া, এডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া, জনাব আবদুল কাদের ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান মরহুম সামছুল আলম ভূঁইয়া, সাহেবের একান্ত সহযোগিতায় ও দাতা শ্রেণীর সদস্যেদের জমিদানের মাধ্যমে ২৮/০৩/২০০১ খ্রি: কলেজটি অনুমতি লাভ করে এবং ০৩/০৯/২০০২ সালে কলেজটি স্বীকৃতি লাভ করে।

 

প্রাতষ্ঠাকাল: ১৭/১২/১৯৯৯ খ্রি:

 

ইতিহাস:

          আর্ন্তরজাতিক খ্যাতি সম্পন্ন রাজনীতিবিদ প্রখ্যাত আইনজীবি সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আবদুল মতিন খসরু এমপি সাহেবের নামে গোমতী নদীর উত্তর পার্শ্বে মনোরম পরিবেশে এলাকাবাসীর গভীর আগ্রহে আছাদ নগর আবদুল মতিন খসরু কলেজটি প্রতিষ্ঠা লাভ করে।

 

অধ্যক্ষ: মো: আতাউর রহমান

 

অন্যান শিক্ষকদের তালিকা:

 

ক। সৈয়দ শাহদাত হোসেন    –   প্রভাষক।

খ। বিজয় কৃষ্ণনাহা       –    প্রভাষক।

গ। মো: আবু সাঈদ       –    প্রভাষক।

ঘ। মো: আবু ইসহাক–    প্রভাষক।

ঙ। মো: জামাল উদ্দিন     –    প্রভাষক।

চ। মো: আবদুল মোমেন    –    প্রভাষক।

ছ। আসমা বেগম         –    প্রভাষক।

 

 

ছাত্র-ছাত্রীর সংখ্যা  (শ্রেণী ভিত্তিক): একাদশ শ্রেণী=৩১ জন।

                   দ্বাদশ শ্রেণী=৪৫ জন।

 

পাশর হার: ২০০৯-৫০%   

                ২০১০-৭০%       

                ২০১১-৭৭%

                ২০১২-৬৬%

                ২০১৩-৫৫%