মালাপাড়া উচ্চ বিদ্যালয়
প্রতিষ্ঠান কাল- ১৯৭১ইং সাল।
সংক্ষিপ্ত বর্ননা- বিদ্যালয়টি ৮নং মালাপাড়া ইউনিয়নের মালাপাড়া গ্রামে অবস্থিত। মালাপাড়া গ্রাম তথা মালাপাড়া ইউনিয়নের কিছু প্রখ্যাত ও দানবীর ব্যাক্তিগণ ১৯৭১ সালে বিদ্যালয়টি স্থাপন করেন।
বিদ্যালয়টি নিম্ম মাধ্যমিক হিসেবে ০১/০১/১৯৭৩ইং সন হইতে ৩১/১২/১৯৮০ইং সন পর্যন্ত এবং
মাধ্যমিক বিদ্যালয় হিসেবে ০১/০১/১৯৮১ইং অধ্যবদি পর্যন্ত চলমান।
সুতারং বিদ্যালটি ১৯৭১ সন হইতে অধ্যবদি পর্যন্ত সুনামের সহিত জ্ঞানের আলো বিতরন করে আসছে।
প্রধান শিক্ষক- এ, কে, এম আক্তার হোসেন।
ছাত্র/ছাত্রীর সংখ্যা- ৬১৯ জন।
পাশের হার- জে, এস, সি ৯৫.৫৯%
ও
এস, এস, সি ৭৮.৫৭%
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস