Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মানচিত্রে ইউনিয়ন

১। ভূমিকা:

ক) ইউনিয়নের সীমানাঃ উত্তরে বৃষ্ণপুর, দক্ষিণে রামচন্দ্রপুর, কংশনগর, পূর্বে সাহেবাবাদ, পশ্চিমে জাফরগঞ্জ অবস্থিত।

খ) পরিবেশঃ অলুয়া গ্রামে অত্যন্তমনোরম পরিবেশে ইউপি অফিসটি অবস্থিত।

গ) স্থাপনকালঃ ১৯৮৮ সালে স্থাপিত হয়।

ঘ) জেলা-উপজেলা থেকে যোগাযোগ ব্যবস্থাঃ জেলা থেকে পাকা ও কাচা সরক দিয়ে প্রায় ৩০ কি: মি: দূরে এবং উপজেলা থেকে প্রায় ১২ কি: মি: অবস্থিত। জেলা ও উপজেলা থেকে সি, এন, জি অটোরিক্সা, মটর বাইক ও বাইসাইকেল দিয়ে ইউনিয়ন পরিষদে যাওয়া যায়।

২। ইউনিয়ন পরিষদ পরিচিতিঃ

ক) আয়তন                   : ০৯.১০ বর্গ কিলোমিটার।

খ) লোকসংখ্যা               : পুরুষ- ১৩০৬৬   মহিলা-  ১২০৫১    মোট-২৫১১৭

গ) ওয়ার্ড সংখ্যা              : ০৯টি।

     ভোটার সংখ্যা            : পুরুষ- ৭২৫৯    মহিলা- ৭০৩৪    মোট-১৪২৯৩

ঘ) মৌজার সংখ্যা            : ০৬টি।

ঙ) গ্রামের সংখ্যা্             : ০৮টি।